গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বিপুল দর্শনার্থী
প্রকাশিতকাল: ১:২৮:৩৯, অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৮, সংবাদটি পড়েছেন ১৬৩ জন
মাছুুদ পারভেজ (গাজীপুর) সংবাদদাতাঃ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঈদুল আজহার ছুটির শেষ দিনে বিপুল জনসমাগম হয়েছে।
প্রতিবারের মতো এবারও ঈদে দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে এই বিনোদন কেন্দ্র ছিল মুখর।
ঈদুল আজহার দিনের পর দুই দিনে যে লোকসমাগম হয়েছে, তার চেয়ে অনেক বেশি ছিল শনিবার।
পরের দুইদিনের প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১০ হাজারের মতো দর্শনার্থীর সমাগম হয়েছিল।
ঈদের দিন পাঁচ/সাত হাজারের মতো দর্শনার্থী হয়েছিল বলে জানা যায়।
সরজমিনে দেখা গেছে, দর্শনাথীদের বেশি ভিড় ছিল কোর সাফারি পার্কে। কোর সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক, হরিণ, জেব্রা, জিরাফ ইত্যাদি আলাদা আলাদা সীমানা প্রাচীরের ভেতর উন্মুক্তভাবে বিচরণ করে।
এসব প্রাণী দেখতে দর্শনার্থীদের পার্কের নির্ধারিত মিনিবাসে চড়ে যেতে হয়, যার কারণে এ অংশ দেখতে সৃষ্টি হয় দর্শনার্থীদের লম্বা লাইন।
প্রায় ঘণ্টাখানেক অবস্থানকালে ১২শ-১৫শ দর্শনার্থীকে লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে।
ঈদের ছুটির শেষদিন ছিল শনিবার। তাই অনেকে পরিবার-পরিজন নিয়ে সাফারি পার্কে উন্মুক্ত পরিবেশে থাকা বাঘ, সিংহ, ভালুকসহ দেশি/বিদেশি প্রাণী দেখতে এসেছেন।
সাফারি পার্কে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ১০০ টাকা, অপ্রাপ্ত বয়স্ক ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা এবং প্রধান ফটকে পূর্ণবয়স্কদের জন্য প্রবেশ ফি ৫০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা নির্ধারিত রয়েছে।
Related News

হামহামে দুই বিদেশি পর্যটকের আবর্জনা পরিষ্কার
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে পর্যটকদের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করেছেন দুই বিদেশীRead More

সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে ।বুধবার সন্ধায় নগরীরRead More
Comments are Closed