• Home

www.boishakhinews24.com

আজ ১৯শে ফেব্রুয়ারি, ২০১৯ ইং | ৭ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ
Main Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সিলেট বিভাগ
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • সিলেট নগরী
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
  • বিনোদন
  • প্রযুক্তি
  • সাহিত্য
  • শিক্ষা
  • বিশেষ সংবাদ
  • বিভাগীয় সংবাদ
    • ঢাকা
    • খুলনা
    • চট্রগ্রাম
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
  • অন্যান্য
    • ফিচার
    • নারী
    • কৃষি
    • লাইফ স্টাইল
    • এক্সক্লুসিভ
    • সাক্ষাৎকার
    • স্বাস্থ্য তথ্য
    • বিচিত্র সংবাদ

অনৈক্য মুসলিম জাতির অন্যতম ব্যাধি: হজের খতিব

প্রকাশিতকাল: ৯:৪৩:২৫, অপরাহ্ন ২০ আগস্ট ২০১৮, সংবাদটি পড়েছেন ১০১ জন

বৈশাখী নিউজ ডেস্ক: মুসলিম উম্মাহ এখন কঠিন সময় পার করছে। অনৈক্য মুসলিম জাতির অন্যতম ব্যাধি। তাই উদ্ধুদ্ধ পরিস্থিতি নিরসনের জন্য চিন্তা-চেতনায় পরিবর্তন আনতে হবে, বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে ঐক্যকে সুসংহত করতে হবে।
সোমবার (২০ আগস্ট) আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরা উপস্থিত হাজী ও বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া খুতবায় মসজিদে নববির সিনিয়র ইমাম ও খতিব মদিনা কোর্টের বিচারপতি শায়খ ড. হুসাইন আশ শায়খ এ কথা বলেন।

স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ খতিব ড. হুসাইন খুতবা দেওয়া শুরু করেন। ৩১ মিনিটব্যাপী খুতবায় তিনি আল্লাহর একত্ববাদ, রাসূলের ওপর দরূদ, হজের গুরুত্ব, আরাফার ময়দানের তাৎপর্য, হজের আমলসহ নানা বিষয়ে আলোচনা করেন। খুতবা শেষ হয় ১২টা ৪৯ মিনিটে।

খতিব ড. হুসাইন বলেন, মুসলমানদের পরস্পরের ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করতে হবে। একে অপরের কল্যাণকামী হতে হবে। কারণ, এক মুমিন আরেক মুমিনের ভাই। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে হবে।

হজের খুতবা সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন ও বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

খুতবা দেওয়ার সময় মসজিদে নামিরায় উপস্থিত ছিলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আবুদল আজিজ বিন আবদুল্লাহ আশ শায়খ, মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল, সহকারী গভর্নর প্রিন্স আবদুল্লাহ বিন বানদার বিন আবদুল আজিজ, রাজপরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

আরাফার খুতবায় খতিব ড. হুসাইন আল্লাহতায়ালার ইবাদতের প্রতি গুরুত্বারোপ করেন। নামাজ, রোজা, জাকাত, হজ পালন ও সৎকাজের আদেশের বিষয়ে আলোচনা করেন। তিনি নবী-রাসূলদের জীবনের উদাহরণ টেনে বলেন, কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। কষ্ট করে হলেও সত্যের পথে অটল থাকতে হবে। আল্লাহতায়ালার একত্ববাদকে স্বীকার করতে হবে, এর কোনো বিকল্প নেই।

খতিব মানুষের জ্ঞানার্জানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। জ্ঞান সুসংবাদ বহন করে। মানুষকে আল্লাহতায়ালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা বুঝতে হলে- জ্ঞানার্জন করতে হবে।

তিনি নামাজ কায়েমের কথা বলেন। এ সময় তিনি জাকাত পরিপূর্ণভাবে আদায়ের জন্যও তাগাদা দেন। এসব ইবাদত মানুষকে আল্লাহর প্রিয়পাত্রে পরিণত করে উল্লেখ করে তিনি বলেন, রমজান মাসে রোজা রাখা ও হজ পালন অনেক ফজিলতপূর্ণ আমল।

খতিব ড. হুসাইন আশ শায়খ হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে কোরআনে কারিমের আয়াত ও হাদিসের বহু উদ্ধৃতি পাঠ করেন।

খুতবায় তিনি মানুষের চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় বিষয়গুলো সন্নিবেশ করার কথা বলেন। তিনি বলেন, নবী করিম (সা.) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা তার উম্মত। কিন্তু চরিত্রের দিক থেকে আমাদের অবস্থান অনেক অনেক নিচে। এটা লজ্জার। চরিত্র সবকিছুর মূল উল্লেখ করে তিনি বলেন, চরিত্রের সঙ্গে অনেক কিছু জড়িত। ওয়াদা রক্ষা, মিথ্যা পরিহার, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, ছোটদের স্নেহ, বাবা-মার প্রতি দায়িত্বপালন, স্ত্রীর অধিকার, মালিক-শ্রমিকের সম্পর্কের মতো বিষয়গুলো চরিত্রবানরাই পালন করেন।

চরিত্রবান সামাজিক অনাচার থেকে দূরে থাকেন। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের নাগরিকদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে চরিত্রবান মানুষের কোনো বিকল্প নেই। এসব মানুষে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে কাউকে বিরত রাখার কথা বলতে কুণ্ঠাবোধ করেন না।

উপস্থিত হাজীদের সম্বোধন করে তিনি বলেন, দ্বীন ইসলাম হচ্ছে পারস্পরিক সম্পর্কের ধর্ম, দয়া-কল্যাণ ও ন্যায়ের ধর্ম। ধর্মের কথাগুলো অন্তর দিয়ে ধারণ করতে হবে, ধর্মের বাণী সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ধর্মের নামে কোনো ধরনের ফেরকাবাজি, বিশৃঙ্খলা করা যাবে না। বর্তমান বিশ্ব সন্ত্রাসের শিকার। কোথাও কোথাও ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন দেশে এটা ব্যাপকতাও লাভ করেছে। কিন্তু এগুলো সঠিক কাজ নয়। ইসলামের শিক্ষা নয়। যারা এ কাজ করছে, শয়তান তাদের পথভ্রষ্ট করেছে। তাদের সংশ্রব ত্যাগ করতে হবে।

বিশ্ববাসীকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের তাগাদা দিয়ে হজের খতিব বলেন, উম্মতকে বিভক্ত করবেন না, সত্য ও হকের কথা বলুন, মিথ্যা ও বাতিল পরিত্যাগ করুন। ইসলামের সৌন্দর্য বজায় রাখুন। কথায় আমানত রক্ষা করুন। যে কোনো ধরনের উসকানি, গুজব ও হট্টগোল সৃষ্টি করা থেকে দূরে থাকুন।

তিনি মুসলমানদের কথায়, কাজে ও আচরণে আল্লাহকে ভয় করার প্রতি গুরুত্বারোপ করেন। সেইসঙ্গে বলেন, ধৈর্যের সঙ্গে সুসংবাদ, কল্যাণ ও উত্তম কিছু কামনার পরামর্শ দেন। জীবন থেকে নৈরাশ্য, হতাশা ও ব্যর্থতা মুছে ফেলার কথা বলেন। তিনি বলেন, মনে রাখবেন- আল্লাহর দ্বীন সাহায্যপ্রাপ্ত। আল্লাহতায়ালা তার দ্বীন, শহর ও বান্দাদের হেফাজত করবেন। সম্মান ও মর্যাদা আল্লাহ, তার রাসূল এবং মোমিনদের জন্য।

খুতবায় তিনি খাদেুমল হারামাইনের (সৌদি বাদশাহ) সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নতির দোয়া করেন।

ধর্ম Comments are Off


« বাস-অটোরিক্সা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ (Previous News)
(Next News) নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে ৮ জন নিহত »



Related News

এক দিন বাড়ল দ্বিতীয় পর্বের ইজতেমা

বৈশাখী নিউজ ডেস্ক : ঈমান, আমল ও আখলাকের আমবয়ানের মধ্যে দিয়ে গতকাল রবিবার থেকে বিশ্বRead More

দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: আজ রবিবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্বRead More

  • হজ্জ প্যাকেজ ঘোষণা করেছে হাব

  • আখেরি মোনাজাতে শেষ ইজতেমার প্রথম পর্ব

  • লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমা শুরু

  • শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমা

  • হজযাত্রী নিবন্ধন ১৪ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ

  • হজে যেতে লাগবে ২০২০ পর্যন্ত পাসপোর্টের মেয়াদ

  • ১৫-১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

  • হাজার বছর আগে লিখা কোরআনের পাণ্ডুলিপি উদ্ধার

Comments are Closed

সর্বশেষ সংবাদ

  • কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
  • জামায়াতের আরো চার নেতার পদত্যাগ
  • সিলেটে মনোনয়নপত্র জমা দিলেন ২০২ প্রার্থী
  • বিশ্বনাথে ৩ পদে ২২ প্রার্থীর মনোনয়ন দাখিল
  • হাসপাতালের ডাস্টবিনে ২২ নবজাতকের মরদেহ
  • ফেসবুক ভিডিও থেকে আয়
  • বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
  • মৌলভীবাজারে সাত উপজেলায় ৮৮ প্রার্থী
  • সিলেটে বিএনপির ২৭ নেতাকর্মীর জামিন
  • জলঢাকায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
  • সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
  • ফেঞ্চুগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন ১৯ প্রার্থী
  • সিলেট আইনজীবী সমিতির ৫ কোটি টাকার বাজেট
  • জ‌বি‌তে ছাত্রলী‌গের হামলায় ৭ সাংবা‌দিক আহত
  • আখালিয়ায় ‘সাতকড়া’ রেস্টুরেন্টকে জরিমানা
  • বিয়ানীবাজারে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
  • সিলেট নগরীতে শিশুদের জন্য হেলথ কার্ড চালু
  • পাকিস্তানকে ২ হাজার কোটি ডলার দিচ্ছে সৌদি
  • এমসি কলেজে সাংবাদিকদের পেটালো ছাত্রলীগ
  • সুপারমুনের দেখা মিলবে মঙ্গলবার
  • ছাতকে ইয়াবাসহ ২ যুবক আটক
  • হবিগঞ্জে বিএনপির ১৪ নেতা-কর্মী কারাগারে
  • অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৭ সন্তান জন্ম!
  • ফের কাশ্মীরে হামলা; মেজরসহ ৫ সেনা নিহত
  • ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
Editor: Mohammed Mohsin
Office: Block C, House 10 (Ist Floor)
KumarPara, Sylhet-3100, Bangladesh
E-mail: boishakhinews24@hotmail.com
Website: http://www.boishakhinews24.com
Phone: +880 1711 921197
© Copyright-2014 Boishakhinews24.com All Rights Reserved

Developed By Mediait

© 2019: www.boishakhinews24.com | NewsPress Theme by: D5 Creation | Powered by: WordPress