ঢাবি শিক্ষার্থী ইমিকে ছেড়ে দিল ডিবি
প্রকাশিতকাল: ১০:১৫:৩৮, অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৮, সংবাদটি পড়েছেন ৬৭ জন
বৈশাখী নিউজ ডেস্ক: গুজব ছড়ানোর অভিযোগে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার পর শামসুননাহার হলের সামনে থেকে ইমিকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল।
রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এরপর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও একজন হাউজ টিউটরের জিম্মায় ছেড়ে দেওয়া হয় ইমিকে।
সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ইমি শামসুন্নাহার হলে থাকেন। কোটা সংস্কার দাবির আন্দোলনে সক্রিয় ইমি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষেও সোশাল মিডিয়ায় সোচ্চার ছিলেন।
ইমিকে ধরে নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেছিলেন, তাকে জানিয়েই ইমিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে গোয়েন্দা পুলিশ।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সময়ে ফেইসবুকে বিভিন্ন কন্টেন্ট ছড়ানোয় ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির মহিলা পুলিশ নিয়ে গেছে। আমাদের অবহিত করেই নিয়েছে।
খুলনার মেয়ে ইমি সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তদাতাদের সংগঠন বাঁধনের কার্যকরী পরিষদের সাবেক সদস্য তিনি। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিতেও যুক্ত তিনি।
Related News

জবিতে ছাত্রলীগের হামলায় ৭ সাংবাদিক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের স্থগিত কমিটির হামলার শিকার হয়েছে জবি প্রেসক্লাবের সভাপতিসহRead More

ছেলের বিয়ে নিয়ে ফেসবুকে সোহেল তাজের স্ট্যাটাস
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তানRead More
Comments are Closed