Main Menu

সুনামগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী ও অপর এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষ্ ৫ বাস যাত্রী।

ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্বে পড়ে আবু বকর (৫০) নামের এক বাসযাত্রী নিহত হন। তিনি জেলার দিরাই উপজেলার জগ¦দল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ডাবর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহি বাস বৃহষ্পতিবার সকাল পোনে ৭টায় দক্ষিণ সুনামগঞ্জের ডাবর সেতুর পূর্ব পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে পড়ে উল্টে গেলে বাসযাত্রী আবু বকর ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ৩ জনকে জেলা সদর ও অপর ২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাসযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার রাত সাড়ে ১১টায় মোহনপুর থেকে সুনামগঞ্জ শহরে আসার পথে গোবিনাথপুরের কাছে একটি বেপরোয়া ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে সড়ক থেকে ছিটকে পরে নিহত হন মোহনপুর গ্রামের মানিক মিয়া (৩০) নামের এক মোটর সাইকেল চালক।

সুনামগঞ্জ সদর থানার (ওসি) মো. শহীদুল্লাহ মোটর সাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed