ফের কমেছে স্বর্ণের দাম
প্রকাশিতকাল: ৯:৫৮:৫৯, অপরাহ্ন ০৫ আগস্ট ২০১৮, সংবাদটি পড়েছেন ১৬৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণের দাম আবারও কমেছে। ১৭ দিনের ব্যবধানে ৬ আগষ্ট সোমবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে রোববার (৫ আগস্ট) নতুন এ দর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৪৭২ টাকায়। রোববার পর্যন্ত এ মানের স্বর্ণের দর ছিল ভরিপ্রতি ৪৮ হাজার ৬৩৮ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণ ৪৬ হাজার ৩৬৪ টাকা থেকে কমে বিক্রি হবে ৪৫ হাজার ১৯৮ টাকা দরে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ ৪১ হাজার ২৯০ টাকা থেকে কমে হয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।
আর সনাতন পদ্ধতির স্বর্ণের দর ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকায় অপরিবর্তিত আছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দরও এক হাজার ৫০ টাকায় অপরিবর্তিত আছে।
Related News

আরও ৩ নতুন ব্যাংক অনুমোদন পেল
বৈশাখী নিউজ ডেস্ক: আরও তিনটি নতুন ব্যাংককে কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।Read More

৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশRead More
Comments are Closed