Main Menu

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর-উত্তসুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ীতে দুংসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা, ডলার ও স্বর্ণসহ বিভিন্ন মুল্যমান মালামাল নিয়ে যায়।
ঘটনটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তসুর এলাকার ব্যবসায়ী তানজিম চৌধুরীর বাড়ীতে। তিনি শহরের চৌমুহনা সংলগ্ন মৌলভীবাজার রোডের এহসান মার্কেটে ব্যবসা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তানজিম চৌধুরী রাহিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত বাসার জানালা ভেঙ্গে গ্রীল খুলে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে চোখে মুখে কাপড় দিয়ে বেঁধে ঘরে আটকে রাখে। প্রায় দেড় থেকে ২ ঘন্টা সময় ডাকাতরা ঘরের ৩টি কক্ষের আলমারি, চেস্ট অব ড্রয়ার ও ড্রেসিং টেবিলের তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ডলার, পাউন্ড ও ১০ ভরি স্বর্ণ, ৬টি মোবাইল ফোন লুট করে নেয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, এটা ডাকাতি নয়, একটি দুংসাহসিক চুরি।

Share





Related News

Comments are Closed