Main Menu

হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

দিনটি উপলক্ষে তার পরিবার ও ভক্তরা নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।

হুমায়ূন আহমেদের কবরে বিশেষ মোনাজাত, নুহাশ পল্লীতে তার প্রতি শ্রদ্ধা এবং লেখকের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

তার জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন টিভিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন থাকছে।

লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে হুমায়ূন আহমেদ ফ্যান ক্লাব হিমু পরিবহন নুহাশ পল্লীতে যাবে। তারা ক্যানসার বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারণা চালাবে।

পাশাপাশি হিমু পরিবহনের ৪০ জেলার সদস্যরা যথাযথভাবে বিনয়ের সাথে দিনটি পালন করবে।

দিনটি উপলক্ষে দোয়া মাহফিল, এতিম খানা ও বৃদ্ধাশ্রমে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, হুমায়ূন আহমেদের নির্মিত সিনেমা প্রদর্শন, আলোচনা সভা, সেমিনার এবং ক্যানসার সচেতনতা নিয়ে লিফলেট বিতরণ করা হবে।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে ফয়জুর রহমান আহমেদ এবং আয়েশা ফয়েজের ঘরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখায় হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার এবং মাইকেল মধুসূদন পদক লাভ করেন।

Share





Related News

Comments are Closed