Main Menu

উখিয়ায় বাঁশবোঝাই ট্রাক উল্টে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে ৪ জন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার সোমবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং ও বালুখালীর মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রাকটিতে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য বাঁশ নিয়ে যাওয়া হচ্ছিল। কুতুপালং টিভি টাওয়ার ঢাল থেকে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়কে থাকা ৬টি ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাও মার্মা জানান, খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া ১৮ জনকে উদ্ধার করে।

পরে তাদের স্থানীয় রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তিন নারীসহ চারজনকে মৃত ঘোষণা করেন। লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আর গুরুতর আহত ১৪ জনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার চাই লাও মার্মা।

পুলিশ দুর্ঘটনায় আক্রান্ত ট্রাক, ইজিবাইক ও সিএনজি অটোরিকশা জব্দ করেছে।

Share





Related News

Comments are Closed