Main Menu

জগন্নাথপুরে কমতে শুরু করেছে বন্যার পানি

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কমতে শুরু করেছে বন্যার পানি। বৃহস্পতিবার বন্যার পানি সামান্য কমেছে। তবে এখনো পানিবন্দি রয়েছেন ৪০-৫০ গ্রামের মানুষ।

উজান থেকে নেমে আসা ঢল ও অব্যাহত ভারিবর্ষণে উপজেলার আশারকান্দি, পাইলগাঁও, রানীগঞ্জ ইউনিয়ন ও পৌর এলাকার একাংশের প্রায় ৫০/৪০টি গ্রামের মানুষ গত ৪/৫ দিন ধরে বন্যা কবলিত অবস্থায় রয়েছেন।

বন্যার কারণে উপজেলার ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। ১৫টি ফিসারির মাছ ভেসে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। সরকারিভাবে এখনো কোন ত্রাণ সহায়তা প্রদান করা হয়নি।

উপজেলার আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল চন্দ্র দাশ জানান, ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। অনেকেই আত্বীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আজকে পানি একটু কমেছে। তবে দূর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষের।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর আবরার জানান, বণ্যার পানিতে উপজেলার ৪০ হেক্টর মাছের ফিসারীর মাছ ভেসে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জগন্নাথপুর উপজেলার মানুষ বণ্যা কবলিত অবস্থায় আছেন। সরকারিভাবে তাদের ত্রাণ সহায়তা করা দরকার।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমরা বন্যার সার্বিক খোঁজ খবর রাখছি।

Share





Related News

Comments are Closed