Main Menu

রেললাইনে সেলফি, প্রাণ গেল বাবাসহ ২ মেয়ের

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর আমিরগঞ্জে রেলব্রিজে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় দুই মেয়েসহ বাবা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমিরগঞ্জ রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর বিলাসদী এলাকার হারিছ মোল্লার ভাড়াটিয়া হাফিজ মিয়া (৪০), তার দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাফিজ মিয়া পরিবারের সদস্যদের নিয়ে বিকেলে আমিরগঞ্জ রেলব্রিজে ঘুরতে যান। দুই মেয়েকে নিয়ে তিনি ব্রিজের উপরে গিয়ে ছবি উঠতে থাকেন।

এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী উপকূল এক্সপেস ট্রেনটি কাছে এসে পড়ে। এ সময় ট্রেনটি হর্ন দিলেও তারা সময় মতো রেলব্রিজটি অতিক্রম করতে ব্যর্থ হন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় দুই মেয়েকে নিয়ে ছিটকে পড়েন হাফিজ মিয়া।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সায়েম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। পরে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed