Main Menu

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে মাদকবিরোধী অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে পবা উপজেলার করমজা গ্রামে ওই বন্দুকযুদ্ধ হয়।

শুক্রবার (১ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, ‘বন্দুকযুদ্ধে নিহত বেলাল হোসেন (৪০) ও নাজমুল হক (৩৫) বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। এদের মধ্যে বেলাল পবা উপজেলার বড়গাছী এলাকার মৃত কছের আলী মন্ডলের ছেলে এবং একই এলাকার নাজমুল দবির মোল্লাপাড়ার হারুন অর রশিদের ছেলে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের করা মাদক কারবারিদের তালিকায় তাদের দুজনেরই নাম আছে এবং রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক চোরচালান ও ডাকাতিসহ ছয়টি করে মামলা রয়েছে বলে দাবি করেছে র‌্যাব।’

বন্দুকযুদ্ধের বর্ণনায় তিনি বলেন, ‘র‌্যাবের একটি দল রাতে করমজা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা একটি আমবাগান থেকে র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েক মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

মেজর আশরাফুল বলেন, “ঘটনাস্থল থেকে র‌্যাব ‘বিপুল পরিমাণ’ মাদক দ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলির খালি খোসা, তিন কেজি গাঁজা। এ অভিযানে তিন র‌্যাব সদস্যও আহত হয়েছেন। তাদেরও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।”

Share





Related News

Comments are Closed