Main Menu

পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ

তথ্য প্রযুক্তি ডেস্ক: দেশজুড়ে মিথ্যা সংবাদ প্রচারণা বন্ধ করার উদ্যোগ হিসেবে পাপুয়া নিউগিনিতে এক মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার (৩০ মে) দেশটির যোগাযোগমন্ত্রী স্যাম বাসিল এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ভয়ানক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ফেসবুক ব্যবহার করা হচ্ছে। তাছাড়া জনসাধারণের বার্তাগুলো ফেসবুক সুকৌশলে হাতিয়ে নিচ্ছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক এটি করা হয়েছে।’

বাসিল আরও বলেন, ‘যারা ফেসবুকে পর্নোগ্রাফি ও মানহানিকর কিছু পোস্ট করেন, তাদের চিহ্নিত করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেগুলো সরিয়ে ফেলা হবে।’

এর মাধ্যমে প্রকৃত ফেসবুক ব্যবহারকারীরা বেরিয়ে আসবে বলেও মত দেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। খবর: আল-জাজিরা।

Share





Related News

Comments are Closed