Main Menu

ইন্টারনেট আরও ৪দিন ধীর থাকতে পারে

তথ্য প্রযুক্তি ডেস্ক: দেশে ইন্টারনেটের গতি আরও চারদিন ধীর গতির থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বুধবার (২৩ মে) এমনটি জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।

ইন্টারনেটের গতি ২৪ মে পর্যন্ত ধীর গতির কথা বলা হলেও এই সময় বৃদ্ধি পেতে পারে জানিয়ে মশিউর বলেন, ‘এই সময় ২৭ মে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় বৈরি আবহাওয়ার কারণে এতো সময় লাগছে।’

এর আগে মশিউর রহমান বলেছিলেন, ১৮ মে শুক্রবার থেকে ডেটা সার্ভিসে সমস্যা দেখা দিতে শুরু করেছে। ভারতের চেন্নাই অংশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ চলায় আগামী ২৪ মে পর্যন্ত এ সমস্যা থাকবে। ইন্টারনেট সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরও বিঘ্ন ঘটতে পারে।

ব্যান্ডউইথের রুট কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর থেকে কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুরে পরিবর্তন করা হয়েছে। আর এ জন্যই হালকা সমস্যা তৈরি হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

Share





Related News

Comments are Closed