Main Menu

তসলিমা নাসরিনের মরণোত্তর দেহদান

বৈশাখী নিউজ ডেস্ক: মৃত্যুর পর মানুষের কল্যাণে নিজের দেহকে উৎসর্গ করতে চান লেখিকা তসলিমা নাসরিন। তাই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন তিনি। তসলিমা চান, মৃত্যুর পর তাঁর দেহ যেন গবেষণার কাজে ব্যবহার করা হয়।

ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (এইমস) মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পর মঙ্গলবার (২২ মে) এক টুইট বার্তায় এ কথা জানান তসলিমা।

 

টুইট বার্তায় তসলিমা বলেন, ‘এইমসের গবেষণা ও শিক্ষার জন্য মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত নিয়েছি।’

 

নিজের ফেসবুক পেজে ওই অঙ্গীকারের একটি প্রমাণপত্রও পোস্ট করেন তিনি। বর্তমানে তসলিমা ভারতে বসবাস করছেন।

Share





Related News

Comments are Closed