Main Menu

পানি দিয়ে চার্জ হবে স্মার্টফোন

তথ্য প্রযুক্তি ডেস্ক : খুব জরুরি সময়ে ফোনে চার্জ শেষ হয়ে যাবার মতন বিরক্তিকর আর কিছু হয়না। আর ফোনটি যদি হয় স্মার্টফোন তাহলে তাতে চার্জ ধরে রাখাটা আসলেই একটা চ্যলেঞ্জ।

স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার এক চমকপ্রদ সমাধান। পানি দিয়ে চার্জ হবে স্মার্টফোন। বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো।

এই ডিভাইসটি দেখতে একটি স্মার্টফোন আকৃতির। এতে রয়েছে পোর্ট, যাতে ক্রেডিট কার্ড আকৃতির ‘পাওয়ার কার্ড’ প্রবেশ করানো যায়। এই কার্ডটিতে রয়েছে লবণ পানি, যা অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। ফোন চার্জ করার জন্য শুধু ডিভাইসে সংযুক্ত পাওয়ার কেবলটি স্মার্টফোনে সংযোগ করলেই চলবে।

নতুন এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড।

এই পাওয়ার কার্ড ১৮০০ মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে।

Share





Related News

Comments are Closed