Main Menu

ডিএমপি’র ইফতার বর্জন করলেন সাংবাদিকরা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইফতার মাহফিল বর্জন করলেন সাংবাদিকরা। ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আদিত্য আরাফাতকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিকরা ইফতার পার্টি বর্জন করেছেন বলে জানা যায়। শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্সে আমন্ত্রণ পাওয়া প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় শতাধিক সাংবাদিক ওই ইফতার পার্টি বর্জন করেন।

এ বিষয়ে সাংবাদিকরা বলেন, আমাদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের মাত্রা দিন দিন বাড়ছে। দোষীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এর মাত্রা বেড়েই চলেছে। আমরা এসব ঘটনার উদ্বেগ জানাই।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় বিআরটিসি ও অন্য একটি যাত্রীবাহী বাসের রেষারেষিতে আহত হন মো. নুরুল আমিন (৬০) নামে এক পথচারী। সেসময় দুর্ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (এসি) আশরাফ সাংবাদিক আদিত্য আরাফাতের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তিনি আদিত্যকে ধাক্কা দেন এবং তার ক্যামেরায় পানি ঢেলে দেন।

এর প্রতিবাদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইফতার পার্টি বর্জনের ঘোষণা দেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকরা।

Share





Related News

Comments are Closed