Main Menu

ক্রোম ব্রাউজারের জন্য মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস

বৈশাখী নিউজ ডেস্ক : গুগল ক্রোম ব্রাউজারের জন্য উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস স্ক্যানার উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি একটি ক্রোম এক্সটেনশন তৈরি করেছে, যা দিয়ে ক্ষতিকর ইউআরএলগুলো ক্রোম ব্রাউজারে ব্লক হয়ে যাবে। ফলে ইন্টারনেট ব্রাইজিং হবে অনেক নিরাপদ।

এক্সটেনশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি ক্ষতিকর সাইটগুলো থেকে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ আটকাতে পারে এবং ফিশিং ইমেইলগুলো প্রতিরোধ করতে পারে।

ক্ষতিকর সাইটগুলোর বিরুদ্ধে ক্রোম ব্রাউজারে ইতিমধ্যে গুগলের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তাই নতুন করে মাইক্রোসফটের এই এক্সটেনশন অতিরিক্ত মনে হতে পারে। তবে মাইক্রোসফট দাবী করেছে, ক্রোম ব্রাউজারে ফিশিংয়ের বিরুদ্ধে তাদের এই উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ৯৯ শতাংশ দক্ষ।

আপনি যদি ক্ষতিকর লিংকগুলোর বিষয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে মাইক্রোসফটের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার ক্রোম এক্সটেনশনটি বিনামূল্যে ব্যবহার করা যাবে goo.gl/wAQ36f লিংক থেকে।

তথ্যসূত্র : দ্য ভার্জ

Share





Related News

Comments are Closed