Main Menu

দরগাহ প্রাঙ্গণ থেকে আটক ভুয়া নারী পুলিশ কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালালর (র.) মাজারে ইউনিফর্ম পরিহিত সেই ভুয়া মহিলা পুলিশ সদস্যকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হযরত শাহজালাল(র.) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তরুণীর নাম জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) । তার বাড়ি হবিগঞ্জের মাধবপুরে বলে জানা গেছে। তবে, নেমপ্লেটে তার নাম লেখা ছিল পাপিয়া আক্তার।
এস আই শফিক জানান, বুধবার বেলা ১টার দিকে হযরত শাহজালাল (র.) মাজারে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। তিনি জানান, তার চলাফেরায় সন্দেহ হওয়ায় তার ব্যাপারে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া হয়। কিন্তু, খোঁজ খবর নিয়ে সে ভুয়া পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া যায়। মেয়েটি প্রতারক বলে জানান এস আই শফিক।
আটকের সময় তার পরণে পুলিশের পোষাক ছিলো। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাকে কোর্টে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed