Main Menu

জকিগঞ্জে নলকুপের পাইপে গ্যাস উদগীরন, জনমনে আতংক

জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম ৪০ ঘরের পটল মিয়ার বাড়িতে সোমবার দুপুরে নলকুপ বসানোর সময় মাটির নিচ থেকে প্রবল বেগে গ্যাস উঠতে শুরু করে। নলকুপের পাইপটি ১৪০ ফুট গভীরে যাবার পর প্রবল বেগে ও বিকট শব্দে গ্যাস উঠতে শুরু করলে এলাকার লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি করতে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস উদগীরন বন্ধ করার জন্য লোকজন বালুর বস্তা ও ইটের টুকরো গর্তের মধ্যে দিতে থাকলেও গ্যাস উদগীরন কোন মতেই বন্ধ করা যাচ্ছিল না। এসময় আশপাশের লোকজন আতংকিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। বালির বস্তা দেওয়া হলেও গ্যাস উদগীরন বন্ধ করা যাচ্ছে না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জকিগঞ্জ থানা ওসিকে অবহিত করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার লোকজনের ভিড় বাড়ছে ও গ্যাস উদগীরন অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত গ্যাস ফিল্ডের কোন লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর এবং ফায়ার বিগ্রেডের কোন লোকজন ঘটনাস্থলে এসে পৌছেনি।

Share





Related News

Comments are Closed