Main Menu

ফ্রান্সে প্রথম বাংলাদেশি কাউন্সিলর হলেন শারমিন হক

বৈশাখী নিউজ ডেস্ক : প্রথম বাংলাদেশি হিসাবে ফ্রান্সের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শারমিন হক। তিনি ফ্রান্সের সোশালিস্ট পার্টি থেকে উপ-নির্বাচনে অংশগ্রহণ করে পিয়ার ফি (Pierrefitte) মিউনিসিপাল থেকে কাউন্সিলর নির্বাচিত হন। শারমিন হক ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকীর মেয়ে। তিনি আরো প্রায় তিনবছর কাউন্সিলর হিসাবে কাজ করবেন।

২০১৪ সালের ২৩ শে মার্চ প্রথম দফা ও ৩০ শে মার্চ দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়। তার দল সোশালিস্ট পার্টি সে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ষাট শতাংশ ভোট তাদের পক্ষে যায়। মেয়র মিশেল ফরকেদ এর প্যানেলে ২৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে সেই ২৭ জন থেকে একজনের মৃত্যু হলে ‘শুন্য পদে’ নির্বাচিত হন বাংলাদেশি শারমিন হক।

শারমিন বলেন তার নিজ অবস্থান থেকে বাংলাদেশের জন্য রয়েছে কাজের সুযোগ। মাত্র ৭ বছর ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাঁদসহ বড় রাজনৈতিক নেতাদের সাথে তিনি কাজের সুযোগ পেয়েছেন। বাংলাদেশি প্রজন্মকে ফ্রান্সের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed