Main Menu

শাবিতে শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দু’টি প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানা গেছে।

আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আওয়ামীপন্থী অপর প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক আমিনা পারভীন, কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বিএনপিপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র সভাপতি পদে অধ্যাপক আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে ড. ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক মো. আমিনুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এছাড়া ৬টি সদস্য পদের জন্যে প্রতি প্যানেলেই ছয়জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Share





Related News

Comments are Closed