Main Menu

চুনারুঘাটে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুনারুঘাট থানার বাঘমারা গ্রামের মোঃ রহিম মিয়ার বসত বাড়ী থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, ১৯ বোতল ভোদকা, ২৩ বোতল হুইস্কি (অফিসার্স চয়েস), মাদক বিক্রয় লব্ধ ২৩০০ টাকা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ডসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।
আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার বাঘমারা গ্রামের মৃত আশু মোল্লা পুত্র মোঃ রহিম মোল্লা (৫৫), রাজাপুর গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র মোঃ ফারুক মিয়া (৩২)। গ্রেফতারকৃত আসামীরা চুনারুঘাট থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তারা এই মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে। গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।

Share





Related News

Comments are Closed