Main Menu

ডোমারে আ.লীগ নেতা আব্দুল হাই সরকারের ইন্তেকাল

ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : বিদায় নিলেন নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামীলীগের ৪২ বছরের নেতা আব্দুল হাই সরকার (৬৫)। আজ শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহের ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আজ বাদ আছর হলহলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি মরহুম আব্দুল গফ্ফার সরকারের পুত্র। মৃত্য কালে ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি হলহলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের বিভিন্ন ক্যাম্পে অবস্থান ও নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শরনার্থীদের উদ্বুদ্ধকরনে অংশগ্রহনে অবদান রাখেন। যুদ্ধ শেষে বাংলাদেশে ফিরে এসে লিবারেশন কাউন্সিলের সেক্রেটারী হিসেবেও রিলিভ এ্যান্ড রিহ্যাভিলিটেশন কমিটির চেয়ারম্যান হিসেব দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বাধীনতার পর ডোমার আওয়ামীলীগের সহ-সভাপতি ও ডোমার কৃষকলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে নীলফামারী জেলার বঙ্গবন্ধু পরিষদের সদস্য ছিলেন তিনি।
এদিকে মরহুমের রুহের শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুরজ্জামান নুর, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ডোমার পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, ডোমার উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী ও মোহনা টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি ময়নুল হক। তার মৃত্যুতে নীলফামারীতে শোকের ছায়া নেমে আসে।

Share





Related News

Comments are Closed