Main Menu

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ’র স্মারকলিপি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

মঙ্গলবার (১২ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারবলিপি গ্রহন করেন নেজারত ডেপুটি কালেকটর এরশাদ মিয়া। স্মারকলিপি পেশের পূর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল শুরু হয়ে নগরীরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য রেজাউর রহমান রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি সিলেট জেলার সদস্য ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, সহ সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সঞ্জয় কান্ত দাস, খেলাঘর সিলেট জেলার সহসভাপতি তুহিন কান্তি ধর ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ফ্রন্ট জেলার নেতা রুবেল মিয়া, ছাত্র ইউনিয়ন জেলার নেতা নাবিল এইচ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সমস্ত যুক্তি উপেক্ষা করে সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বর্তমান সরকার এ পর্যন্ত ৯ম বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমার কারণে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১.৫৬ টাকা কমে যাওয়ার কথা। অথচ সরকার রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবসায়ী, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী, বিদ্যুৎ আমদানিকারক, এলএনজি আমদানিকারকদের মুনাফা বৃদ্ধির স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বিদ্যুতের দাম বাড়ানোর সাথে সাথে বাড়বে বাড়ি ভাড়া, পানির দামসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে নি¤œবিত্ত, গরিব মানুষ। জনগণের উপর এই চরম আক্রমণ মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ গণআন্দোলনের মাধ্যমে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার ও নিত্যপণ্যের দাম কমাতে সরকারকে বাধ্য করার জন্য জনগণের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed