Main Menu

গলাচিপায় বিএডিসি থেকে ক্রয় করা আলু বীজ নিয়ে কৃষকরা বিপাকে

সজিব খান, পটুয়াখালী থেকে: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর ভিত্তি আলু বীজ করে গলাচিপা উপজেলার কৃষকরা বিপাকে পড়েছে। অধিকাংশ আলু থেকে বীজ গজায় না, পচন ধরেছে। বীজে সমস্যা দেখা দেয়ায় সময় মতো জমিতে বীজ বপন করতে না পারায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। অন্যদিকে, প্রস্তুত করা জমি শুকিয়ে যাচ্ছে ফলে আলু চাষে ব্যাঘাত ঘটতে পারে বলে কৃষক সূত্রে জানা গেছে।

জানা গেছে, গলাচিপা উপজেলার সদ্র ইউনিয়নের দক্ষিন মুরাদনগর গ্রামের ৪৯ একর জমির উপর বিএডিসির আলুর বীজ বপন করে প্রদর্শনী করা হবে। মুরাদনগর গ্রামের প্রোজেক্টের কৃষক বাহাদুর জোমাদ্দার (৩২), আলাউদ্দিন জোমাদ্দার (৩০), বাবুল মৃধা (৩১), দেলোয়ার হাং(৩০) ও সুমন হাং জানান, এ প্রোজেক্টের জন্য বিএডিসির ১ম কিস্তিতে ১৮টন আলুর বীজ, ২য় কিস্তিতে প্রায় ১৭ টন ভিত্তি বীজ আলু জাত : এস্টারিক্স ক্রয় করে। ভিত্তি বীজ আলু আনার পর আলুগুলোতে জাক দেওয়া হলেও ভিত্তি বীজ আলুতে অঙ্কুর গজায় না বরং পচন ধরে যায়।
এদিকে মুরাগনগরের কৃষকরা প্রজেক্টের ৪৯ একর জমি প্রস্তুুত করেছেন। তাতে টিএসপি, এমওপি ইউরিয়া কীটনাশক দস্তা, বোরন, সালফার বিভিন্ন উপাদান দিয়ে জমি গুলো বীজ ফলানোর উপযোগী করা হয়েছে বলে কৃষক সুমন হাওলাদার ও আলাউদ্দিন জানান। তারা আরো জানান ১ কড়া জমি প্রস্তুুত করতে শ্রমিক সহ ৩ হাজার টাকার প্রয়োজন হয়। এ প্রজেক্টে ৪৫ থেকে ৫০ জন কৃষক রয়েছে। প্রায় ৩৫ টন ভিত্তি বীজ আলু যা সম্পূর্ন নিন্ম মানের বলে কৃষকরা দাবি করেছে । যা বপণ করলে কৃষকের লোকসান গুনতে হবে।

এদিকে গত শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় ১৮টন আলু বীজ নিয়ে গলাচিপা পৌরসভা এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে আলুর অধিকাংশ বস্তা পানিতে কয়েক ঘন্টা ভিজে থাকে। ঢাকা মেট্রো ট- ৬০৬৩ , ট্রাকের চালক মো: মনোয়ার হোসেনকে স্থানীয় লোকেরা উদ্ধার করে।
এ ব্যাপারে বিএডিসি সহকারি পরিচালক মো: নান্নু মিয়া ক্ষতিগ্রস্ত ভিত্তি বীজ আলু গুলো কৃষকদের হাতে ধরিয়ে দেন বলে কৃষকেরা অভিযোগ তোলেন।
এদিকে পটুয়াখালীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরোশন (বিএডিসি) উপ-পরিচালক রমিজুর রহমান জানান, ৩দিন আগে আমি কৃষকের কাছে গিয়েছি তারা নষ্ট আলু দেখাতে পারেনি। তবে কিছু আলু নষ্ট হতেই পারে বলে প্রতিবেদককে জানান। তবে স্থানীয় সাংবাদিকরা মাঠে গিয়ে ভিত্তি বীজ আলু পঁচা দেখতে পান।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আ: মান্নান মিয়া জানান, মাঠ প্রর্দশনীর কৃষকরা বিষয়টি জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারি।

Share





Related News

Comments are Closed