Main Menu

তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু কাল

বৈশাখী নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে ১৭ নভেম্বর শুক্রবার থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে । এদিন বাদ ফজর এ জোড় ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা আসতে শুরু করেছেন।

এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। কাছের ও দূরের অনেক মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে আগেভাগেই ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

যদিও নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা স্থলে আসা মুসল্লিরা দুর্ভোগে পড়েছেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জানান, ইজতেমা সুন্দর ও সফল করতে প্রতিবছরের ন্যয় এবারও ৫দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও শুক্রবার বাদ ফজর থেকে শুরু হবে এই জোড় ইজতেমা।

এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় ইজতেমা ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed