Main Menu

চিটাগংয়ের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শেষ দিনে বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪ ওভার শেষে চিটাগং ভাইকিংসের সংগ্রহ বিনা উইকেটে ৫৮ রান। মাত্র ১৯ বলে ফিফটি তুলে নিয়েছেন লুক রঞ্চি। ২১ বলে ৫১ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ওপর ওপেনার সৌম্য ৫ বলে ৭ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিলো রংপুর। এবার কোচ টম মুডির শিষ্যদের সামনে টানা দ্বিতীয় ম্যাচ জেতার হাতছানি।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে মিসবাহ উল হকের নেতৃত্বে চিটাগং।
রংপুর রাইডার্সঃ শাহরিয়ার নাফিস, জোনাথন চার্লস, সামিউল্লাস সেনওয়ারি, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নাজমুল হোসেন, লাসিথ মালিঙ্গা।
চিটাগাং ভাইকিংসঃ সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মিসবাহ উল হক, লুক রঞ্চি, দিলশান মুনাবেরা, লুইস রিস, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, তানভির হায়দার।

Share





Related News

Comments are Closed