Main Menu

বিমানবন্দরে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশি

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের স্যুটকেসের তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছে।

ফেসবুকে সোহেল তাজের ভেরিফাইড পেজে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিমানবন্দরে কেউ একজন অনুমতি ছাড়াই আমার স্যুটকেসের তালা (লক) ভেঙে তল্লাশি চালিয়েছেন। স্যুটকেসটিতে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল।

তিনি আরও উল্লেখ করেন, আমি গত ২২ অক্টোবর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আমার স্যুটকেসটি খোলা অবস্থায় পেয়েছি। এর ট্যাগে স্পষ্ট করেই আমার নাম লেখা ছিল।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ। তিনি বিগত মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে এবং ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেন।

Share





Related News

Comments are Closed